-->

FERATE PARINI (ফেরাতে পারিনি) - REHAAN RASUL | REHAAN RASUL - ফেরাতে পারিনি 2019

সবই বুঝি
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত।

ফেরাতে পারিনি আমি....
পারিনি তোমার হতে,
তুমিতো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি
তবু অবুঝের মতো,
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত।

সেই যে ভালোবেসে....
হৃদয়ের পাল তুলে,
প্রেমের বৈঠা নিয়ে
অজানায় গিয়েছো চলে।

ফেরাতে পারিনি আমি....
পারিনি তোমার হতে,
তুমিতো গিয়েছো চলে....
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি
তবু অবুঝের মতো,
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত।

এই যে আলো থেকে
আঁধারে দিয়েছো ঠেলে,
কী যে একা-একা লাগে
চোখ ভিজে লোনা জলে।

ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে,
তুমিতো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি
তবু অবুঝের মতো,
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত।

0 Response to "FERATE PARINI (ফেরাতে পারিনি) - REHAAN RASUL | REHAAN RASUL - ফেরাতে পারিনি 2019"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

loading...

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

loading...